নওগাঁ ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

বদলগাছীতে সিআইডির অর্গানাইজড ক্রাইম প্রধান ডিআইজি ইমতিয়াজ বললেন : মাদক ব্যবসায়ীদের ধ্বংস করতে যা দরকার আমরা করবো

মহাদেবপুর দর্র্পণ, রওশন জাহান, নওগাঁ, ২০ ডিসেম্বর ২০১৯ :

সিআইডির অর্গানাইজড ক্রাইম প্রধান ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেছেন, যারা মাদকব্যবসায়ী তাদেরকে ধ্বংস করতে যা করার দরকার আমরা করবো। এটি মাদক ব্যবসায়ীদের জন্য অশনিসংকেত। দেশকে আমরা মাদকমুক্ত করবো। এজন্য আমরা এক হয়ে কাজ করবো। ভীরুর জীবনে প্রত্যেক দিন মৃত্যু হয়। সাহসীরা একবার মরে।

শুক্রবার দুপুর ১২টায় নওগাঁর বদলগাছী উপজেলা কমিউনিটি সেন্টারে বদলগাছী বাজার বণিক সমিতির সার্বিক সহযোগিতায় নওগাঁ জেলা মিডিয়া ফোরাম-ঢাকার উদ্যোগে আয়োজিত এক মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে তিনি কথাগুলো বলেন।

তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। সামাজিক ভাবেই তা নিরসন করতে হবে। নইলে সমাজটা গ্রাস করে ফেলবে। আমাদের অজান্তে সন্তান কখন যে মাদকের সংস্পর্শে চলে যাবে তা বলা সম্ভব না। সন্তানেরা কার সাথে মিশছে তা নিয়মিত তদারকি করতে হবে।

সভায় উপজেলার বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, শিক-শিার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

আয়োজক সংস্থা নওগাঁ মিডিয়া ফোরাম-ঢাকার সভাপতি রবিউল করিম এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মো: আশরাফুল আলম, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওষি) চৌধুরী জোবায়ের আহম্মদ, সংস্থার সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।

পরে ‘আমরা করি অঙ্গীকার, মাদকমুক্ত নওগাঁর’ স্লোগানে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। #

আপলোডকারীর তথ্য

বদলগাছীতে সিআইডির অর্গানাইজড ক্রাইম প্রধান ডিআইজি ইমতিয়াজ বললেন : মাদক ব্যবসায়ীদের ধ্বংস করতে যা দরকার আমরা করবো

প্রকাশের সময় : ১২:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯

মহাদেবপুর দর্র্পণ, রওশন জাহান, নওগাঁ, ২০ ডিসেম্বর ২০১৯ :

সিআইডির অর্গানাইজড ক্রাইম প্রধান ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেছেন, যারা মাদকব্যবসায়ী তাদেরকে ধ্বংস করতে যা করার দরকার আমরা করবো। এটি মাদক ব্যবসায়ীদের জন্য অশনিসংকেত। দেশকে আমরা মাদকমুক্ত করবো। এজন্য আমরা এক হয়ে কাজ করবো। ভীরুর জীবনে প্রত্যেক দিন মৃত্যু হয়। সাহসীরা একবার মরে।

শুক্রবার দুপুর ১২টায় নওগাঁর বদলগাছী উপজেলা কমিউনিটি সেন্টারে বদলগাছী বাজার বণিক সমিতির সার্বিক সহযোগিতায় নওগাঁ জেলা মিডিয়া ফোরাম-ঢাকার উদ্যোগে আয়োজিত এক মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে তিনি কথাগুলো বলেন।

তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। সামাজিক ভাবেই তা নিরসন করতে হবে। নইলে সমাজটা গ্রাস করে ফেলবে। আমাদের অজান্তে সন্তান কখন যে মাদকের সংস্পর্শে চলে যাবে তা বলা সম্ভব না। সন্তানেরা কার সাথে মিশছে তা নিয়মিত তদারকি করতে হবে।

সভায় উপজেলার বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, শিক-শিার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

আয়োজক সংস্থা নওগাঁ মিডিয়া ফোরাম-ঢাকার সভাপতি রবিউল করিম এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মো: আশরাফুল আলম, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওষি) চৌধুরী জোবায়ের আহম্মদ, সংস্থার সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।

পরে ‘আমরা করি অঙ্গীকার, মাদকমুক্ত নওগাঁর’ স্লোগানে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। #