প্রকাশের সময় :
১২:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
৯১৮
মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ৩০ অক্টোবর ২০২১ :
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই প্রতিপাদ্য নিয়ে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩০ অক্টোবর) দুপূরে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত আলোচনা পুলিশ সুপার প্রকৌশলী মো: আবদুল মান্নান মিয়া বিপিএম সভাপ্রধান ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রফেসর শরিফুল ইসলাম খান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য দেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অর রশিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা প্রমুখ। পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এতে উপস্থিত ছিলেন।#