প্রকাশের সময় :
০৬:৪০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
৯৬৬
মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ২৫ অক্টোবর ২০২১ : বক্তব্য দেন চাঁন্দাশ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও চাঁন্দাশ কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৫ অক্টোবর ২০২১ :
নওগাঁর মহাদেবপুরে তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী নির্বাচনের লক্ষ্যে চাঁন্দাশ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার বাগডোব বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক রাহেনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ সাত্তার ডিলার এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহ-সভাপতি আবদুস সাত্তার মন্ডল, সাধারন সম্পাদক ও চাঁন্দাশ কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য ৫ জনের নাম প্রস্তাব করা হয়। এরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মাস্টার আমজাদ হোসেন, সহ-সভাপতি কাজির উদ্দিন মন্ডল, সহ-সভাপতি এস, এম, নুরুজ্জামান মিলন, যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাম ও যুবলীগ নেতা হামিদুর রহমান।#