নওগাঁর মহাদেবপুরে আদিবাসীদের কারাম উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার বিকেলে এ উপলক্ষে উপজেলার হাতুড় ইউনিয়নের দেওয়ানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দেওয়ানপুর আদিবাসী সাংস্কৃতিক চর্চা ও উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আদিবাসীদের সমাবেশ, আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজক সংস্থার সভাপতি যোগেশ উড়াও এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুস ছাত্তার মন্ডল, সহ-সাধারন সম্পাদক রুহুল আমিন সরকার, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা বরকত আলী, দেওয়ানপুর আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিন আহমেদ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী নিবাস বর্ম্মণ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিপ্লব তির্কী প্রিন্স।
শেষে আশে পাশের কয়েকটি জেলা থেকে আসা ২৭টি আদিবাসী সাংস্কৃতিক দল তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। এর আগে শুক্রবার দিবাগত রাতে দেওয়ানপুর আদিবাসী পল্লীতে ডাল পূজার আয়োজন করা হয়।#