প্রকাশের সময় :
০৬:৫৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
৯০৭
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৪ অক্টোবর ২০২১ :
নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ শাপলায় আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, সদর ইউপি মুহা: চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, মহাদেবপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করেন।#