প্রকাশের সময় :
১০:২০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
৯৭৫
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩ অক্টোবর ২০২১ :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ওই ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট বয়লার ব্যবসায়ী আবদুস ছালাম মন্ডল। এজন্য তিনি দীর্ঘদিন ধরে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
ওই ইউনিয়নের চকগোপী গ্রামের আয়েজ উদ্দিন মন্ডল ও ছালেহা বেগমের ছেলে আবদুস ছালাম জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ছাত্রজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষে নওগাঁ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন। ২০১৬ সালে সফাপুর ইউনিয়ন আওয়াামী লীগের ৮নম্বর ওয়ার্ডের সদস্য, ২০১৭ সালে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চকগোপী জামেহ মসজিদ কমিটির সভাপতি, মহাদেবপুর উপজেলা ট্রাক লোড পয়েন্ট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, চাল আড়ৎদার সমিতির সাংগঠনিক সম্পাদক ও ঐতিহ্যবাহী দক্ষিণ হোসেনপুর মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক।
আবদুস ছালাম বলেন, এই আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির দখলে। তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হলে তিনি এই আসনে নিরঙ্কুশ ভোটে বিজয়ী হবেন বলে আশা করছেন। আর বিজয়ী হলে তার প্রথম কাজ হবে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন সাধারণ মানুষের দোড়গোরায় পৌঁছে দেয়া। এছাড়া তিনি নির্বাচিত হলে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত সফাপুর মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আখতারুজ্জামান বাবলু জানান, তিনি নিজে, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী শেখ ও সাংগঠনিক সম্পাদক মতিউল ইসলাম কেউই এবার চেয়ারম্যান পদে নির্বাচন করবেন না। এই ইউনিয়নে এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোয়ন পাবার জন্য ৫ জন মাঠে কাজ করছেন। কিন্তু সিনিয়র সহ-সভাপতি হিসেবে তার মনোনয়ন পাওয়ার হক রয়েছে।
আবদুস ছালাম জানান, তার পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের ১নম্বর ওয়ার্ড সভাপতি অবদুল মালেক, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, ২নম্বর ওয়ার্ড সভাপতি ডা: ইয়াকুব আলী, ৩নম্বর ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ৪নম্বর ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, ৫নম্বর ওয়ার্ড সভাপতি আবু হেনা, ৬নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক অসিত মজুমদার, ৭নম্বর ওয়ার্ড সভাপতি ময়েন উদ্দিন, সাধারণ সম্পাদক বিভূতি চন্দ্র, ৮নম্বর ওয়ার্ড সভাপতি তাজিম হোসেন, সাধারণ সম্পাদক সমিরণ চন্দ্র, ৯নম্বর ওয়ার্ড সভাপতি সুজিত চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুজল কুমার, সাধারণ সম্পাদক বাপ্পা কুমার, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মোবারক হোসেন, ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নম্বর সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পারুল বেগম, ৭, ৮ ও ৯নম্বর সংরক্ষিত আসনের মেম্বার তহমিনা বেগম তার পক্ষে গণসংযোগে অংশ নিচ্ছেন।
আবদুস ছালাম করোনাকালে এলাকার অসহায় মানুষের মাঝে বিভিন্ন হাট-বাজারে পর্যাপ্ত পরিমাণ মাস্ক বিতরণ করেছেন। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পোস্টারিং করেছেন। বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেছেন। খাবার পৌঁছে দিয়েছেন। কয়েক হাজার হতদরিদ্র পরিচারের সদস্যের মধ্যে চাল, ডাল, আটা, চিনি, তেল, সাবান, লবনসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। আগামী দিনেও তাদের পাশে থাকবেন বলে জানান।#