প্রকাশের সময় :
০৭:৫৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
১০৩৮
মহাদেবপুর দর্পণ, নাজমুল হক নাহিদ, স্টাফ রিপোর্টার, আত্রাই (নওগাঁ), ৩০ সেপ্টেম্বর ২০২১ :
‘‘আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ। #