প্রকাশের সময় :
০১:০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
৯২৯
Spread the love
মহাদেবপুর দর্পণ, শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ২৮ সেপ্টেম্বর ২০২১ :
নওগাঁর মান্দায় প্রাইভেটকারের ধাক্কায় ময়নুল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকগোবিন্দ দওপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এই ঘটনায় অপর দুই আরোহী মারাত্মক আহত হয়েছেন। তারা হলেন, ওই গ্রামের আজিবর রহমানের ছেলে জালাল হোসেন (৩৮) ও ইমাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪০)।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার হাজীগোবিন্দপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের ওই তিন আরোহী ফেরিঘাট থেকে বাড়ি ফেরার সময় হাজীগোবিন্দপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ময়নুল ঘটনাস্থালেই নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা ্স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে জালাল হোসেনের অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।