নওগাঁর মহাদেবপুরে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিমের ব্যক্তিগত তহবিল থেকে কেনা ২ হাজার ৫০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে উপজেলা বন কর্মকর্তার কার্যালয়ের নার্সারীতে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১০ ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চারাগুলো বিতরণ করেন। তারা এসব চারা নিজ নিজ এলাকায় স্বেচ্ছাশ্রমে রোপণ করবেন।
এসময় অন্যদের মধ্যে এমপির ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান আরিফ, উপজেলা বন কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#