নওগাঁর মহাদেবপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তর ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের উদ্যোগে ‘আামরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে’ শীর্ষক পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক সচেতনতামূলক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত কর্মশালায় উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু প্রধান অতিথি এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথিন্দ্র কুমার বিশ্বাস, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, উপজেলা বন কর্মকর্তা আহসান হাবীব ও সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা গোলাম রসুল বাবু এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক কুঞ্জবন পাখি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক পাখি গবেষক মুনসুর সরকার, নওগাঁ জেলা কমিটির সভাপতি হাসানপুর পাখি কলোনির পরিচালক ইউনুসার রহমান হেফজুল,
সাধারণ সম্পাদক নিরাপদ নওগাঁর সভাপতি সাংবাদিক সাখাওয়াত হোসেন, এটিএন বাংলার নির্বাচিত সাদা মনের মানুষ গেছোমামা সামসুদ্দিন মন্ডল, নারী নেত্রী কাজী রওশন জাহান, স্থানীয় অনলাইন মহাদেবপুর দর্পণের বার্তা সম্পাদক কাজী সামসুজ্জোহা মিলন,
পরিবেশ সাংবাদিক অসিত দাস, মধুবন পাখি সুরক্ষা কমিটির সভাপতি মাহবুব হোসেন, জোয়ানপুর পাখি সুরক্ষা কমিটির সভাপতি মাহফুজুর রহমান, আলীদেওনা পাখি কলোনির পরিচালক নির্মল বর্ম্মণ, ভবানীনগর পাখি কলোনির পরিচালক জামিউল হক চৌধুরী বুলু, মগলিশপুর বিহঙ্গ আশ্রম পাখি কলোনির সভাপতি আকরাম হোসেন, পত্নীতলা উপজেলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সুমন কুমার শীল, সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে বন্যপ্রাণী হত্যা বন্ধে সচেতনতা সৃষ্টির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।#