নওগাঁ ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

DTV দর্পণ অনলাইন টিভি : মহাদেবপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃষ্টিস্নাত মিছিলে জাগ্রত জনতার ঢল

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৪ সেপ্টেম্বর ২০২৩ :

নওগাঁর মহাদেবপুরে উপজেলা বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস পালন উপলক্ষে আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিলে জনতার ঢল নামে।

রোববার (৩ সেপ্টেরম্ব) বিকেলে উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হবার পরপরই মুষলধারে বৃষ্টি নামে। কিন্তু ব্যান্ড পার্টির বাজনার তালে তালে, চালুন কুলায় বরণ ডালা সাজানো মিছিল আর থামেনি। বৃষ্টিতে ভিজে ভিজে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলেন এলাকা। রাস্তার দুপাশের মানুষ হাত তালি দিয়ে তাদের স্বাগত জানান।

মিছিলে ‘চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’, ‘এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি’, ‘এই মুহুর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার’ প্রভৃতি শ্লোগান দেয়া হয়। আধাঘন্টার বৃষ্টিস্নাত মিছিল শেষে বাসস্ট্যান্ড এশিয়া ব্যাংকের নিচে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, এস, এম, হান্নান প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু, প্রচার সম্পাদক আমিন ইসলাম, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা দলের সভানেত্রী কাজী রওশন জাহান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, শাহাদত হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী সাম্মী, সদস্য চঞ্চল রহমান, সাজেদুল ইসলাম সাজ্জু, খাইরুল ইসলাম, ইখতিয়ার উদ্দিন দুরন্ত, এরশাদ আলী, সোহাগ হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায় মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, সদস্য ও সদর ইউপি সদস্য শিহাব রায়হান, জাহাঙ্গীর আলম স্বপন, হাতেম আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাপ্পী কুমার মন্ডল রনি, গোলাম কিবরিয়া, হিরণ আহমেদ, মেহেরাব হোসেন জিয়া, ১নং সদস্য আতিকুর রহমান আতিক, উপজেলা মহিলা দলের সম্পাদিকা নার্গিস আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতি রবিউল আলম বুলেট বলেন, শেখ হাসিনার অধিনে আর কোন নির্বাচন হবেনা। দিনের ভোট রাতে হতে দেয়া হবেনা। যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন আমরা রাজপথ পাহাড়া দিব। আর মাত্র দুই মাসের মধ্যেই তত্ত্ববধায়ক সরকার প্রতিষ্ঠা হবে। নেতাকর্মীদের তিনি জেল জুলুম, মামলা হামলা উপেক্ষা করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।#