প্রকাশের সময় :
০৮:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
৯৪১
মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ২২ সেপ্টেম্বর ২০২১ :
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের হলরুমে মান্দা থানা পুলিশ এর আয়োজন করে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ, কে, এম, মামুন খাঁন চিশতী এতে প্রধান অতিথি ও মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান এতে সভাপতিত্ব করেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খাঁন চিশতী বলেন, ‘পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। জনগণ সচেতন হলে সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিয়েসহ সবধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। জনগণের সেবক হয়ে আপনাদের পাশে দাঁড়াবে পুলিশ।’
তিনি আরও বলেন, ‘দক্ষ পুলিশ বাহিনি গঠনের লক্ষে আগামীতে স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগের কাজ চলছে।’#