নওগাঁ ১২:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে বিনামূল্যে ৭৮ জনের চোখে অস্ত্রোপচার করালেন চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান রিপন (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ২০ সেপ্টেম্বর ২০২১ : চোখের অপারেশন করা ষাটোর্ধদের সাথে চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন------ছবি : কাজী সামছুজ্জোহা মিলন

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২০ সেপ্টেম্বর ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে আয়োজিত চক্ষুশিবিরে বিনামূল্যে ৭৮ জনের চোখে অস্ত্রোপচার করা হয়েছে। এছাড়া ৬০০ জনের চোখের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সরবরাহ করা হয়েছে প্রয়োজনীয় ওষুধ। শনিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে ইসপাহানী ইসলামীয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতাল নওগাঁ শাখার সহযোগিতায় এই চক্ষুশিবিরের আয়োজন করা হয়।

ওই হাসপাতালের আই ক্যাম্প অর্গানাইজার জাহাঙ্গীর আলম জানান, চক্ষুশিবিরে ডা: ইউসা আল মেহেদী প্রাথমিক চিকিৎসা দেন এবং ৭৩ জনের চোখে ছানি অপারেশন ও ৫ জনের চোখে মাংশ বৃদ্ধি অপারেশনের জন্য রোগী নির্বাচন করেন। রোববার হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে তাদের চোখে অপারেশন করান ডা: আব্দুল গণি। এছাড়া দেয়া হয় প্রয়োজনীয় ওষুধ ও চশমা।

তিনি জানান, ছানি অপারেশনে প্রত্যেকের ৩ হাজার টাকা ও মাংশ বৃদ্ধি অপারেশনের জন্য প্রত্যেকের ১১ হাজার টাকা করে খরচ হয়েছে। সব খরচ বহন করেছেন আয়োজক চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন।

সোমবার দুপুরে তারা বাড়ি ফেরার সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। অপারেশন করা ষাটোর্ধ বাগডোব গ্রামের রাধা রাণী, আব্দুস সামাদ, নুরজাহান, রাহেলা, রামরায়পুর গ্রামের আসমা বিবি, তাছের আলী প্রমুখ জানান, তাদের চোখে অপারেশন, ওষুধ, চশমা, নওগাঁ যাতায়াত, খাওয়া দাওয়া প্রভৃতি যাবতীয় খরচ করেছেন চেয়ারম্যান।

চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন জানান, প্রতিবছর তিনি অনুরুপ চক্ষুশিবিরের আয়োজন করেন। শিবিরে বয়োবৃদ্ধরা অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পাওয়ায় তিনি প্রশান্তি লাভ করেন ও তাদের দোয়া পান।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে বিনামূল্যে ৭৮ জনের চোখে অস্ত্রোপচার করালেন চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান রিপন (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১০:০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২০ সেপ্টেম্বর ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে আয়োজিত চক্ষুশিবিরে বিনামূল্যে ৭৮ জনের চোখে অস্ত্রোপচার করা হয়েছে। এছাড়া ৬০০ জনের চোখের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সরবরাহ করা হয়েছে প্রয়োজনীয় ওষুধ। শনিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে ইসপাহানী ইসলামীয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতাল নওগাঁ শাখার সহযোগিতায় এই চক্ষুশিবিরের আয়োজন করা হয়।

ওই হাসপাতালের আই ক্যাম্প অর্গানাইজার জাহাঙ্গীর আলম জানান, চক্ষুশিবিরে ডা: ইউসা আল মেহেদী প্রাথমিক চিকিৎসা দেন এবং ৭৩ জনের চোখে ছানি অপারেশন ও ৫ জনের চোখে মাংশ বৃদ্ধি অপারেশনের জন্য রোগী নির্বাচন করেন। রোববার হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে তাদের চোখে অপারেশন করান ডা: আব্দুল গণি। এছাড়া দেয়া হয় প্রয়োজনীয় ওষুধ ও চশমা।

তিনি জানান, ছানি অপারেশনে প্রত্যেকের ৩ হাজার টাকা ও মাংশ বৃদ্ধি অপারেশনের জন্য প্রত্যেকের ১১ হাজার টাকা করে খরচ হয়েছে। সব খরচ বহন করেছেন আয়োজক চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন।

সোমবার দুপুরে তারা বাড়ি ফেরার সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। অপারেশন করা ষাটোর্ধ বাগডোব গ্রামের রাধা রাণী, আব্দুস সামাদ, নুরজাহান, রাহেলা, রামরায়পুর গ্রামের আসমা বিবি, তাছের আলী প্রমুখ জানান, তাদের চোখে অপারেশন, ওষুধ, চশমা, নওগাঁ যাতায়াত, খাওয়া দাওয়া প্রভৃতি যাবতীয় খরচ করেছেন চেয়ারম্যান।

চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন জানান, প্রতিবছর তিনি অনুরুপ চক্ষুশিবিরের আয়োজন করেন। শিবিরে বয়োবৃদ্ধরা অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পাওয়ায় তিনি প্রশান্তি লাভ করেন ও তাদের দোয়া পান।#