নওগাঁ ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে বিআরডিবির ই প্রশিক্ষণ অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ১৬ সেপ্টেম্বর ২০২১ : বক্তব্য রাখেন বিআরডিবির সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ড. আলফাজ হোসেন----------সাঈদ টিটো

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৬ সেপ্টেম্বর ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআডিবির উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির ( সিভিডিপি) ৩য় পর্যায় প্রকল্পের সমবায়ী সদস্যদের মাসিক যৌথ সভা ও ই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণে ৩টি ব্যাচের ১৮০ জন নারী পুরুষ অংশ নেন।

প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব ড. আলফাজ হোসেন এতে প্রধান অতিথি ও উপ-প্রকল্প পরিচালক মুক্তার হোসেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম রবিন সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআডিবি নওগাঁর উপ-পরিচালক খাদেমুল বাশার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের মহাদেবপুর সহকারী পরিচালক  ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে বিআরডিবির ই প্রশিক্ষণ অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৬:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৬ সেপ্টেম্বর ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআডিবির উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির ( সিভিডিপি) ৩য় পর্যায় প্রকল্পের সমবায়ী সদস্যদের মাসিক যৌথ সভা ও ই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণে ৩টি ব্যাচের ১৮০ জন নারী পুরুষ অংশ নেন।

প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব ড. আলফাজ হোসেন এতে প্রধান অতিথি ও উপ-প্রকল্প পরিচালক মুক্তার হোসেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম রবিন সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআডিবি নওগাঁর উপ-পরিচালক খাদেমুল বাশার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের মহাদেবপুর সহকারী পরিচালক  ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার।#