
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৬ সেপ্টেম্বর ২০২১ :
নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচির উপকারভোগীদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণে ৫০ জন উপকারভোগী মা অংশ নেন। এতে গর্ভকালীন সময়ে ও প্রসব পরবর্তী সময়ে মায়েদের যত্ন, টিকা, মানষিক স্বাস্থ্য, নবজাতক শিশুর পরিচর্যা প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
