নওগাঁর পোরশায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুস সালাম (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সাপাহার উপজেলার বাদদোয়াশ গ্রামের মৃত আব্দুল বাসিরের ছেলে।
স্থানীয়রা জানান, গত রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি পোরশা উপজেলার শিশা বাজার থেকে বাড়ি যাবার উদ্দেশ্যে একটি ভ্যান গাড়িতে উঠতে গিয়ে পা ফসকে রাস্তায় পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসারত অবস্থায় রাতে তার মৃত্যু হয়। #