প্রকাশের সময় :
০৫:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
৯৯৩
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১০ সেপ্টেম্বর ২০২১ :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে বৃক্ষ নিধন ও পাখি হত্যার প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরের পরিবেশবাদীরা মানববন্ধন করেছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাছের মোড় বটতলায় বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (Bangladesh Biodiversity Conservation Federation) বিবিসিএফ নওগাঁ জেলা কমিটির আয়োজনে মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা গোলাম রসুল বাবু সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও নওগাঁ জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান হেফজুল, কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক ও কুঞ্জবন বিচিত্র পাখি উৎপাদন বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক পাখি গবেষক মুনসুর সরকার, এটিএন বাংলার নির্বাচিত সাদা মনের মানুষ গেছো মামা সামসুদ্দিন মন্ডল, মগলিশপুর পাখি কলোনীর পরিচালক আকরাম হোসেন প্রমুখ।
বক্তারা পাখি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে নালা নির্মাণ ও গাড়ি রাখার শেড তৈরি করার জন্য কর্তৃপক্ষ বন বিভাগের মাধ্যমে ২৭টি গাছ কেটে ফেলে। গত ৪ সেপ্টেম্বর হাসপাতালের সামনে একটি অর্জুনগাছ কাটা হয়। এতে গাছ থেকে পড়ে যায় শামুকখোল পাখির শতাধিক ছানা। বেশির ভাগ ছানা সঙ্গে সঙ্গে মারা যায়। যেগুলো বেঁচে ছিল, সেগুলোর মাংস খাওয়ার জন্য জবাই করে নিয়ে যান নির্মাণ শ্রমিক ও রোগীর স্বজনেরা।
এ খবর গণমাধ্যমে আসার পরে ফুঁসে ওঠেন পরিবেশবাদীরা। নওগাঁর পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের সদস্যরা এই ঘটনার প্রতিবাদ জানান। এরই ধারাবাহিকতায় মহাদেবপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হলো।#