প্রকাশের সময় :
০৮:৩৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
৯৫২
মহাদেবপুর দর্পণ, পোরশা (নওগাঁ), ৪ সেপ্টেম্বর ২০২১ : নওগাঁর পোরশা উপজেলা হোমিওপ্যাথিক পরিষদের সাবেক সভাপতি সদ্য প্রয়াত ডা. মো. রফিকুল ইসলাম---ছবি : ডি, এম, রাশেদ
Spread the love
মহাদেবপুর দর্পণ, ডি, এম, রাশেদ, পোরশা (নওগাঁ), ৪ সেপ্টেম্বর ২০২১ :
নওগাঁর পোরশায় উপজেলা হোমিওপ্যাথিক পরিষদের সাবেক সভাপতি সদ্য প্রয়াত ডা. মো. রফিকুল ইসলাম মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা হোমিওপ্যাথিক পরিষদের আয়োজনে সারাইগাছী বাজার স্কুল আয়োজিত সভায় বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ডা. ডিএমএ জব্বার প্রধান অতিথি এবং পোরশা উপজেলা হোমিওপ্যাথিক পরিষদের সাধারন সম্পাদক ডা. রাশেদুল হক ও সাংগঠনিক সম্পাদক ডা. শরিফুল হক দেওয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি ডা. আব্দুল খালেক এতে সভাপতিত্ব করেন।
আলোচনা শেষে সদ্য প্রয়াত ডা. রফিকুল ইসলাম মাস্টারের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হোমিওপ্যাথিক চিকিৎসকরা এতে উপস্থিত ছিলেন। #