নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেছেন, সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। নওগাঁর মহাদেবপুর-বদলগাছী এলাকায়ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন অব্যাহত রয়েছে। তিনি সন্তানের লেখাপড়ার বিষয়ে অভিভাবকদের নজর রাখার আহ্বান জানান। সোমবার (২৪ আগস্ট) দুপুরে তিনি তার নির্বাচনী এলাকার নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের জন্তিগ্রাম টিএ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মেয়াদ উত্তীর্ণ ম্যানেজিং কমিটির বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে এ আহ্বান জানান।
এমপি বলেন, ইতোমধ্যেই এক কোটি টাকা এই বিদ্যালয়ের ভবনের দোতালার নির্মাণ কাজ শেষ হয়েছে। আরও একটি ভবন নির্মাণের টেন্ডার হয়েছে। ভবিষ্যতে এর আরও উন্নয়ন করা হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির বিদায়ী সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে সরকারী দলের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা সাঈদ হাসান তরফদার শাকিল এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ১৯২৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপিঠ পরিচালনার ক্ষেত্রে এই প্রথম বিদ্যালয়ের আয় থেকে ৭২ শতক জমি কেনা হয়েছে।
অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো: সোলাইমান আলী, চেরাগপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কে এম মঈদুল ইসলাম, সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক বাদশা তরফদার, ইউনিয়ন কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও বকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি বাঁধন হোসেন, কৃষকলীগ সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ, জন্তিগ্রাম টিএ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাব্বির আহমেদ সরদার, সাবেক সদস্য আবু সাঈদ, আব্দুস সালাম, বাবলু হোসেন, আরমান আলী, আসমা খাতুন, রফিকুল ইসলাম খোকন, শিক্ষক প্রতিনিধি মাজহারুল ইসলাম, আবুল কালাম আজাদ, জেসমিন আক্তার, প্রধান শিক্ষক তপন কুমার দেবনাথ, রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, খাঁপুর হাজী দানেজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলাইমান আলী, শালগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#