নওগাঁ ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে মুদি দোকানে মাদক বিক্রি, ব্যবসায়ী আটক<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৫ আগস্ট ২০২১ :

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ একটি মুদি দোকান থেকে ৩৩ বোতল দেশী এলকোহলসহ মেহের আলী (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি উপজেলার খাজুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের মৃত ফজল মন্ডলের ছেলে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৮টায় থানার এসআই রায়হান আলম, এসআই নুরু, এসআই খালেক, এসআই সামির ও এএসআই জব্বার অভিযান চালিয়ে মন্তাজ বাজার এলাকায় মেহের আলীর মুদি দোকান থেকে ৩৩ বোতল দেশী এলকোহল উদ্ধার করেন ও বিক্রেতাকে আটক করেন।

এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে মুদি দোকানে মাদক বিক্রি, ব্যবসায়ী আটক<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৪:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৫ আগস্ট ২০২১ :

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ একটি মুদি দোকান থেকে ৩৩ বোতল দেশী এলকোহলসহ মেহের আলী (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি উপজেলার খাজুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের মৃত ফজল মন্ডলের ছেলে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৮টায় থানার এসআই রায়হান আলম, এসআই নুরু, এসআই খালেক, এসআই সামির ও এএসআই জব্বার অভিযান চালিয়ে মন্তাজ বাজার এলাকায় মেহের আলীর মুদি দোকান থেকে ৩৩ বোতল দেশী এলকোহল উদ্ধার করেন ও বিক্রেতাকে আটক করেন।

এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়।#