নওগাঁর মহাদেবপুরে গত এক সপ্তাহে কেউ করোনায় আক্রান্ত হয়নি। শনিবার (২১ আগস্ট) পর্যন্ত এখানে করোনায় আক্রান্ত রয়েছেন মাত্র ৬ জন। দেড় মাস আগে গত ৪ জুলাই এই সংখ্যা ছিল সর্বোচ্চ ১২৬ জন। সংশ্লিষ্টরা বলছেন কঠোর লকডাউন পালন, টিকা দান, মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি প্রভৃতি কারণে এখানে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হয়েছে।
উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কন্ট্রোল রুম সূত্র জানায়, শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৯ জনের নমুনা পরীক্ষা করে সকলেরই করোনাভাইরাস নিগেটিভ পাওয়া গেছে। এদিন পিসিআর ল্যাব থেকেও আক্রান্তের কোন রিপোর্ট আসেনি। গতবছর ১৭ মার্চ শুরু থেকে এ পর্যন্ত এই উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫১৪ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৪৯১ জন। আর মারা গেছেন ১৭ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনাভাইরাস সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষন করে জানা যায়, এখানে সর্বশেষ গত ১৪ আগস্ট ৩ জন, ৯ আগস্ট ১ জন ও ৮ আগস্ট ২ জন করোনায় আক্রান্ত হন। তারা এখন চিকিৎসাধীন রয়েছেন। এরা হলেন, উপজেলার চেরাগপুর গ্রামের আবুল কাশেমের স্ত্রী অঞ্জলী বেগম (৩৫), উপজেলা সদরের মহসীন আলমের ছেলে ইয়াছিন আলী (৩৮), তার স্ত্রী নুরুন নাহার (৩৫), কলেজপাড়ার ইলা ব্যানার্জী (৫৮), এনায়েতপুর গ্রামের ইউনুস আলীর ছেলে নিরব (৬) ও তার মেয়ে নেহা (১১)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল হাকিম জানান, এ অবস্থা চলতে থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে মহাদেবপুর উপজেলা করোনামুক্ত হবে বলে আশা করা যায়।
উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন বলেন, পুরো উপজেলা জুড়ে দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবী করোনা প্রতিরোধে কাজ করছেন। তাদের তৎপরতায় মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে।#