মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৬ নভেম্বর ২০১৯ :
গত মঙ্গলবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভার আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল, সাংবাদিক বরুণ মজুমদার, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান প্রমুখ এতে অংশ নেন। #