নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে আয়োজিত মানববন্ধনে আদিবাসীরা তাদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেছেন। ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী হিসেবে নয়, বরং আদিবাসী হিসেবেই স্বীকৃতি চান তারা।
সোমবার (৯ আগষ্ট) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের লিচুতলায় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহাদেবপুর উপজেলা কার্যালয়ের সামনে মহাদেবপুর-পত্নীতলা পাকা সড়কে ঘন্টাকালব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।
পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা এতে প্রধান অতিথি ও কোষাধ্যক্ষ সুধীর তির্কী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নওগাঁ জেলা শাখার সাবেক সভাপতি আমিন কুজুর এতে সভাপতিত্ব করেন।
‘কাউকে পিছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গিকারের আহ্বান’ এই প্রতিপাদ্য নিয়ে মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা ও নওগাঁ জেলা আওয়ামী লীগ সদস্য অজিত মন্ডল, দৈনিক ইত্তেফাকের মহাদেবপুর প্রতিনিধি আজাদুল ইসলাম, রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ, মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জোগেশ উড়াও, সদস্য সুশীল পাহান, হিরাজ পাহান, সাবেক আহ্বায়ক সুশীল কুজুর, কেন্দ্রীয় আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, দপ্তর সম্পাদক অজিত কুমার মন্ডল, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি চঞ্চল পাহান, সাধারণ সম্পাদক সুজিত উড়াও, সহ-সাধারণ সম্পাদক পরেশ পাহান, সাংগঠনিক সম্পাদক পলাশ পাহান ফুল প্রমুখ।
বক্তারা সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন, শিক্ষা, চাকরিসহ সকল ক্ষেত্রে আদিবাসী কোটার যথার্থ পূর্ণ বাস্তবায়ন, নিজ মাতৃভাষায় শিক্ষা দান, ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস সরকারিভাবে পালন, ওইদিন সাধারণ ছুটি ঘোষণা, আদিবাসীদের উপর সকল অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, খুন এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার কার্য সম্পন্ন, করোনা কালীন সময়ে আদিবাসীদের জন্য প্রণোদনার পরিমাণ বাড়ানো ও সুষ্ঠু বন্টনসহ আদিবাসীদের প্রাণের ৯দফা দাবির দ্রুত পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।#