নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ ইউনিয়নে করোনার টিকা দেয়া হয়েছে। শনিবার (৭ আগষ্ট) সকাল ১০টায় উপজেলার ধনজইল উচ্চ বিদ্যালয়ে চেরাগপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বাসিন্দাদের টিকাদান উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম। চেরাগপুর ইউপি চেয়ারম্যান শ্রী শিবনাথ মিশ্রের মা নিভা রাণী মিশ্র এর টিকাদানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে এমপি প্রধান অতিথি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, মৎস্য সম্প্রাসারণ কর্মকর্তা এম, এম, জামান, মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল হাকিম প্রমুখ।
এমপি এদিন উপজেলার অন্য ইউনিয়নগুলোর টিকাদান কার্যক্রমও পরিদর্শন করেন।#