নওগাঁর মহাদেবপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শোকাবহ আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের উদ্দেশ্যে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে। সোমবার (২ আগষ্ট) সন্ধ্যায় উপজেলা সদরের মডেল স্কুল মোড়ে স্থাপিত শহীদ স্মৃতি সৌধে এ মোমবাতি প্রজ্জলনের আয়োজন করা হয়। প্রজ্জলন শেষে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রজ্জলন অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, জেলা আওয়ামী লীগ সদস্য আজিত কুমার মন্ডল, উপজেলা যুবলীগ আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু,
উপজেলা কৃষক লীগ সভাপতি শ্রী অমিত কুমার ব্যাণার্জী ব্যাপ্পী, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক প্রার্থ সারথী মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু মুসা আল-আশ আরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।#