নওগাঁ ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে লকডাউন চলছে ঢিলেঢালা : প্রশাসন তৎপর (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ২৪ জুলাই ২০২১ : ১৪ দিনের কঠোর বিধিনিষেধের (লকডাউন) দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যা ৬টায় নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাছের মোড়ে মাস্কবিহীন মানুষ আর যানবাহনের ভীড়----------সাঈদ টিটো

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৪ জুলাই ২০২১ :

১৪ দিনের কঠোর বিধিনিষেধের (লকডাউন) দ্বিতীয় দিন শনিবার (২৪ জুলাই) মহাদেবপুরে পালিত হয়েছে ঢিলেঢালাভাবে। তবে লকডাউন কার্যকর করতে প্রশাসন সারাদিন ছিল তৎপর।

সকাল থেকে উপজেলা সদরের বেশিরভাগ দোকানপাট, ভারি যান চলাচল, অফিস বন্ধ ছিল। তবে সারাদিনই কিছু রিক্সা, ভ্যান, অটোচার্জার, মোটরসাইকেল, মাইক্রোবাস চলাচল করেছে। কাঁচাবাজার ছাড়াও কিছু কিছু দোকানের সার্টার গেট অর্ধেক খোলা রেখে বেচাকেনা চলেছে।

লকডাউন কার্যকর করতে থানা পুলিশ উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাছের মোড় ও চারমাথা বকের মোড়ে দুটি চেক পোষ্ট বসিয়েছে। অযথা বাইরে বের হওয়া মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকদের সেসব চেকপোষ্টে পুলিশী জেরার মুখে পড়তে হয়েছে। থানা পুলিশ এদিন চারজন মোটরসাইকেলের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এদিন সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাছের মোড়ে মাস্ক ছাড়া বাইসাইকেলযোগে আসা ফাজিলপুর গ্রামের হাসান আলী জানালেন তিনি বিড়ি কিনতে উপজেলা সদরে এসেছেন। মনের ভূলে মাস্ক বাড়িতে ছেড়ে এসেছেন। মাস্কবিহীন অপর একজন অটোচার্জারের চালক লক্ষ্মণপুর গ্রামের মহররম আলী জানালেন তিনি পোল্ট্রি ফার্ম থেকে অটোচার্জার ভর্তি করে মুরগির ডিম নিয়ে বাজারের দোকানে দিতে এসেছেন। মাস্ক দোকানে ছাড়া পড়েছে বলে জানান তিনি।

এছাড়া সকাল থেকে সারাদিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন উপজেলা সদর থেকে চকগৌরীহাট পর্যন্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় লকডাউন অমান্য করে মাস্ক ব্যবহার না করে বাইরে আসায় সাতটি মামলায় এক হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করেন।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে লকডাউন চলছে ঢিলেঢালা : প্রশাসন তৎপর (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৯:৪২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৪ জুলাই ২০২১ :

১৪ দিনের কঠোর বিধিনিষেধের (লকডাউন) দ্বিতীয় দিন শনিবার (২৪ জুলাই) মহাদেবপুরে পালিত হয়েছে ঢিলেঢালাভাবে। তবে লকডাউন কার্যকর করতে প্রশাসন সারাদিন ছিল তৎপর।

সকাল থেকে উপজেলা সদরের বেশিরভাগ দোকানপাট, ভারি যান চলাচল, অফিস বন্ধ ছিল। তবে সারাদিনই কিছু রিক্সা, ভ্যান, অটোচার্জার, মোটরসাইকেল, মাইক্রোবাস চলাচল করেছে। কাঁচাবাজার ছাড়াও কিছু কিছু দোকানের সার্টার গেট অর্ধেক খোলা রেখে বেচাকেনা চলেছে।

লকডাউন কার্যকর করতে থানা পুলিশ উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাছের মোড় ও চারমাথা বকের মোড়ে দুটি চেক পোষ্ট বসিয়েছে। অযথা বাইরে বের হওয়া মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকদের সেসব চেকপোষ্টে পুলিশী জেরার মুখে পড়তে হয়েছে। থানা পুলিশ এদিন চারজন মোটরসাইকেলের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এদিন সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাছের মোড়ে মাস্ক ছাড়া বাইসাইকেলযোগে আসা ফাজিলপুর গ্রামের হাসান আলী জানালেন তিনি বিড়ি কিনতে উপজেলা সদরে এসেছেন। মনের ভূলে মাস্ক বাড়িতে ছেড়ে এসেছেন। মাস্কবিহীন অপর একজন অটোচার্জারের চালক লক্ষ্মণপুর গ্রামের মহররম আলী জানালেন তিনি পোল্ট্রি ফার্ম থেকে অটোচার্জার ভর্তি করে মুরগির ডিম নিয়ে বাজারের দোকানে দিতে এসেছেন। মাস্ক দোকানে ছাড়া পড়েছে বলে জানান তিনি।

এছাড়া সকাল থেকে সারাদিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন উপজেলা সদর থেকে চকগৌরীহাট পর্যন্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় লকডাউন অমান্য করে মাস্ক ব্যবহার না করে বাইরে আসায় সাতটি মামলায় এক হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করেন।#