প্রকাশের সময় :
০৮:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
১২৫২
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৪ জুলাই ২০২১ :
শনিবার (২৪ জুলাই) নওগাঁর মহাদেবপুরে নতুন করে আরো দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন উপজেলার এনায়েতপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে আব্দুল্লাহ (৬) ও সফাপুর গ্রামের হামিদুর রহমানের ছেলে মো: ফাহিম (২৫)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে নয়জনের নমুনা পরীক্ষা করে ওই দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন পিসিআর ল্যাব থেকে কোন রিপোর্ট আসেনি। এদিন ১৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়।
সূত্রমতে এই উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৪৬ জন। আর মারা গেছেন ১৬ জন। সুতরাং উপজেলায় এখন করোনায় আক্রান্ত রয়েছেন ২৭ জন।#