প্রকাশের সময় :
০৫:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
১২৭৯
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৪ জুলাই ২০২১ :
সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধ (লকডাউন) অমান্য করে একটি বিবাহোত্তর বউভাত অনুষ্ঠানে আড়াই শতাধিক মানুষের সাথে ভুড়িভোজে অংশ নিলেন নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার রসুলপুর জাতোপাড়া গ্রামে এই বউভাতে অংশ নেন তিনি।
অভিযোগ করা হয়েছে যে, চেয়ারম্যানের প্রত্যক্ষ সহযোগিতায় রসুলপুর গ্রামের চান্দু মিঞার ছেলে বিপ্লবের সাথে জাতোপাড়া গ্রামের মুক্তার হোসেনের মেয়ের বিয়ের আয়োজন করা হয়।
গত ১৩ জুলাই সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার করোনাভাইরাসজনিত রোগ বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ বিষয়ে প্রচারিত বিজ্ঞপ্তির ২.৬ ধারায় বলা হয়েছে, ‘জনসমাবেশ হয় এধরনের সামাজিক [বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক পার্টি, ইত্যাদি] রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। কিন্তু সরকারের এই স্পষ্ট বিধিনিষেধ অমান্য করে ওই ভুড়িভোজের আয়োজন করা হয়।
জানতে চাইলে চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু মোবাইলফোনে বলেন, ‘অনেক আগেই বিয়েটি হয়েছিল। সেদিন শুধু একটু খাবারের আয়োজন করা হয়েছিল। আমি ওখানে গিয়েছিলাম সত্যি, কিন্তু সেখানে বেশিক্ষণ থাকিনি।’
উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম বলেন, ‘এটি একটি অনাকাঙ্খিত ঘটনা এই করোনা সংকটে। আমি এ ঘটনার কথা শুনেছি চেয়ারম্যানের বিরুদ্ধে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’#