নওগাঁ ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

আজকের সম্পাদকীয় : করোনা কমেছে যে কারণে<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ১৯ জুলাই ২০২১ :

সপ্তাহের শুরুতেই ভাল খবর। নতুন করে করোনায় আক্রান্ত হননি কেউ। দুসপ্তাহের ব্যবধানে আক্রান্তের সংখ্যা কমেছে দুই তৃতীয়াংশ। ১২৬ থেকে নেমে এসেছে মাত্র ৪৪ এ। পরিসংখ্যানটা দেখা যাক।

ঠিক দুসপ্তাহ আগে গত ৪ জুলাই পর্যন্ত মহাদেবপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪৩৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯৯ জন। আর মারা গেছেন ১১ জন। ফলে সেদিন পর্যন্ত করোনায় আক্রান্ত ছিলেন ১২৬ জন।

এর এক সপ্তাহ পর গত ১১ জুলাই পর্যন্ত আক্রান্ত হন ৪৬২ জন। এদের মধ্যে সুস্থ হন ৩৮৮ জন। আর মারা যান ১৩ জন। সুতরাং সেই সময় করোনায় আক্রান্ত ছিলেন ৬১ জন। মাত্র এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা অর্ধেকেরও নীচে নেমে আসে। এরও এক সপ্তাহ পর আক্রান্তের সংখ্যা নেমে আসে ৪৪ এ।

তবে মৃত্যু হার কমেনি। সরকারী হিসেবে গতবছর ১৭ মার্চ শুরু থেকে এক বছর এক মাসে মহাদেবপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা যান চারজন। এবছর জুন মাসে মারা যান সাতজন। আর চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত মারা যান পাঁচজন।

গত মাসে নওগাঁ জেলা প্রশাসন যেসব শর্ত দিয়ে কঠোর বিধিনিষেধ (লকডাউন) আরোপ করেছিলেন মহাদেবপুরে তা মানা হয়নি। কিন্তু এমাসের শুরু থেকে দুসপ্তাহের লকডাউন পালিত হয়েছে মোটামুটি কড়াকড়িভাবে। সংশ্লিষ্টরা মনে করছেন এই দুসপ্তাহই এখনকার উন্নতির কারণ।

ভালই চলছিল মহাদেবপুর। এমন চলতে থাকলে হয়তো একসময় একদম করোনামুক্ত হতাম আমরা। কিন্ত হঠাৎ করেই পশুহাট খুলে দিতেই যত বিপত্তি। বাজার, দোকান মূহুর্তে লোকে লোকারণ্য। এরফল কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, এখন তা-ই দেখার বিষয়।————–কিউ, এম, সাঈদ টিটো

আপলোডকারীর তথ্য

আজকের সম্পাদকীয় : করোনা কমেছে যে কারণে<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৬:৩৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ১৯ জুলাই ২০২১ :

সপ্তাহের শুরুতেই ভাল খবর। নতুন করে করোনায় আক্রান্ত হননি কেউ। দুসপ্তাহের ব্যবধানে আক্রান্তের সংখ্যা কমেছে দুই তৃতীয়াংশ। ১২৬ থেকে নেমে এসেছে মাত্র ৪৪ এ। পরিসংখ্যানটা দেখা যাক।

ঠিক দুসপ্তাহ আগে গত ৪ জুলাই পর্যন্ত মহাদেবপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪৩৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯৯ জন। আর মারা গেছেন ১১ জন। ফলে সেদিন পর্যন্ত করোনায় আক্রান্ত ছিলেন ১২৬ জন।

এর এক সপ্তাহ পর গত ১১ জুলাই পর্যন্ত আক্রান্ত হন ৪৬২ জন। এদের মধ্যে সুস্থ হন ৩৮৮ জন। আর মারা যান ১৩ জন। সুতরাং সেই সময় করোনায় আক্রান্ত ছিলেন ৬১ জন। মাত্র এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা অর্ধেকেরও নীচে নেমে আসে। এরও এক সপ্তাহ পর আক্রান্তের সংখ্যা নেমে আসে ৪৪ এ।

তবে মৃত্যু হার কমেনি। সরকারী হিসেবে গতবছর ১৭ মার্চ শুরু থেকে এক বছর এক মাসে মহাদেবপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা যান চারজন। এবছর জুন মাসে মারা যান সাতজন। আর চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত মারা যান পাঁচজন।

গত মাসে নওগাঁ জেলা প্রশাসন যেসব শর্ত দিয়ে কঠোর বিধিনিষেধ (লকডাউন) আরোপ করেছিলেন মহাদেবপুরে তা মানা হয়নি। কিন্তু এমাসের শুরু থেকে দুসপ্তাহের লকডাউন পালিত হয়েছে মোটামুটি কড়াকড়িভাবে। সংশ্লিষ্টরা মনে করছেন এই দুসপ্তাহই এখনকার উন্নতির কারণ।

ভালই চলছিল মহাদেবপুর। এমন চলতে থাকলে হয়তো একসময় একদম করোনামুক্ত হতাম আমরা। কিন্ত হঠাৎ করেই পশুহাট খুলে দিতেই যত বিপত্তি। বাজার, দোকান মূহুর্তে লোকে লোকারণ্য। এরফল কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, এখন তা-ই দেখার বিষয়।————–কিউ, এম, সাঈদ টিটো