১৮ জুলাই ২০২১ : রোববার (১৮ জুলাই) নওগাঁর মহাদেবপুরে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। কেউ মারা যাননি। কাউকে সুস্থ ঘোষণাও করা হয়নি। তবে এই উপজেলায় এখনো করোনা আক্রান্ত রয়েছেন ৪৪ জন।
উপজেলা করোনাভাইরাস কন্ট্রোল রুম সূত্র জানায়, রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে আটজনের নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে আটজনের শরীরেই করোনাভাইরাস নিগেটিভ পাওয়া যায়। এদিন কোন পিসিআর ল্যাব থেকে পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এই উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১৯ জন। আর মারা গেছেন ১৬ জন।#