নওগাঁ ১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে করোনায় আরও পাঁচজন আক্রান্ত<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৪ জুলাই ২০২১ :

বুধবার (১৪ জুলাই) নওগাঁর মহাদেবপুরে নতুন করে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১০ জনের নমুনা পরীক্ষায় তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও নওগাঁ সদর হাসপাতালে একজন শনাক্ত হয়।

নতুন শনাক্তরা হলেন, উপজেলা সদরের আনিছুর রহমানের স্ত্রী হুসনে আরা (৩৬), আবুল কালাম আজাদের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫), হাতুড় ইউনিয়নের গাহলী গ্রামের বিনয় চন্দ্রের স্ত্রী বন্দনা রাণী (২৫), মুখইর গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী ইসমত আরা (৪৫) ও রাইগাঁ গ্রামের লুৎফর রহমানের মেয়ে সেলিনা আকতার (৫৫)।

উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কন্ট্রোল রুম সূত্র জানায়, এনিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্ত হলেন ৪৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯৬ জন। আর মারা গেছেন ১৪ জন। সুতরাং এখনও করোনায় আক্রান্ত রয়েছেন ৬৫ জন।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে করোনায় আরও পাঁচজন আক্রান্ত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৪:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৪ জুলাই ২০২১ :

বুধবার (১৪ জুলাই) নওগাঁর মহাদেবপুরে নতুন করে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১০ জনের নমুনা পরীক্ষায় তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও নওগাঁ সদর হাসপাতালে একজন শনাক্ত হয়।

নতুন শনাক্তরা হলেন, উপজেলা সদরের আনিছুর রহমানের স্ত্রী হুসনে আরা (৩৬), আবুল কালাম আজাদের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫), হাতুড় ইউনিয়নের গাহলী গ্রামের বিনয় চন্দ্রের স্ত্রী বন্দনা রাণী (২৫), মুখইর গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী ইসমত আরা (৪৫) ও রাইগাঁ গ্রামের লুৎফর রহমানের মেয়ে সেলিনা আকতার (৫৫)।

উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কন্ট্রোল রুম সূত্র জানায়, এনিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্ত হলেন ৪৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯৬ জন। আর মারা গেছেন ১৪ জন। সুতরাং এখনও করোনায় আক্রান্ত রয়েছেন ৬৫ জন।#