সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে নওগাঁর মান্দা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলিসহ মিজান শেখ (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। সে চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাগদোয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় র্যাব-৫ এর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টায় মান্দা উপজেলার কিত্তলি গ্রামের জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর মো: সানরিয়া চৌধুরী ও কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক টিম অভিযান চালিয়ে মিজানকে আটক করেন। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান জানায় জব্দকরা অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র কেনাবেচা করে আসছিল বলেও জানায়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আটক মিজানকে নওগাঁ কোর্টে চালান দেয়া হবে।’#