
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুরের মানবিক ম্যাজিস্ট্রেট আসমা খাতুন<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ১১:২১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- ১২৫৩

আগের দিন রোববার তিনি উপজেলা সদর, খাজুর ইউনিয়নের কুঞ্জবন, খাজুর মোড়, চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব বাজার প্রভৃতি স্থানে অভিযান চালিয়ে ৮টি মামলায় মোট এক হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করেন। মাঝে মাঝে তিনি নানান মানবিক কাজে জড়িয়ে পড়েন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ। তিনি জানান, থানা পুলিশ সংবাদ পাবার আগেই ম্যাজিস্ট্রেট তাকে উদ্ধার করেন।
জানতে চাইলে সহকারি কমিশনার (ভূমি) আসমা খাতুন বলেন, ‘আমি চান্দাশ ও বাগডোবে মোবাইল কোর্টে অভিযান চালাচ্ছিলাম। মহাদেবপুরে ফিরতি পথে গোপীনাথপুরে এসে দেখি রাস্তার ওপর লোকজন জড়ো হয়ে আছে, কান্নাকাটি করছে। গাড়ি থেকে নেমে দেখি রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছে। যেহেতু লকডাউন গাড়ি-ঘোড়া নেই, তাই আমি নিজেই আমার গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি। আমি মানুষ হিসেবে মানবিক দায়িত্ব পালন করেছি মাত্র। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মুঠোফোনে আমি তার স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছি। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন।’#
সর্বোচ্চ পঠিত