মহাদেবপুর দর্পণ, এম,রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ), ৭ নভেম্বর ২০১৯ :
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আরও বেশী আগ্রহী করে তুলতে দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্প চালু করেছে। ভবিষ্যতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল মিল চালু করা হবে। এতে শিক্ষার্থীরা পড়ার প্রতি মনযোগী হবে। শিক্ষার মান উন্নয়ন হবে এবং মান সম্মত শিক্ষা নিশ্চিত হবে।
বুধবার দুপুরে মন্ত্রী তার নির্বাচনী এলাকা নওগাঁর পোরশা উপজেলার ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় স্কুল মিল কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সরাইগাছি কাতিপুর কালিনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, প্রতিটি শিশুর শিক্ষা সুনিশ্চিত করতে হবে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক কাজ করে যাছেন। তাঁর এ চেষ্টা কোন ক্রমেই যেন ব্যাহত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার নির্দেশ দেন। তিনি প্রাইমারি স্কুলের শিক্ষকদের তাদের ছেলে/মেয়েকে কিন্ডারগার্টেন এ না দিয়ে প্রাইমারি স্কুলেই পড়ানোর আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি বিভাগ) কামরুজ্জামান, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল ফিডিং প্রকল্পের সহকারী পরিচালক আব্দুল মান্নান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, গাক এর নির্বাহী পরিচালক খন্দকার আলমগির হোসেন প্রমুখ।
কৃষি অফিসার মাহফুজ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, শিক্ষা অফিসার সাফিয়া অাক্তার অপু প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক সালাউদ্দীন আহম্মেদ, কামরুজ্জামন সরকার বাবুসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের মধ্যে খিছুড়ি বিতরণ করে উপজেলা মিড-ডে মিলের উদ্বোধন করেন। #