যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শনিবার (১০ জুলাই) থেকে চলবে নওগাঁ জেলার সব গরুহাট। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন।
তিনি জানান, পবিত্র কোরবানিকে সামনে রেখে বিশেষ বিবেচনায় নওগাঁ জেলায় পশুহাট চালানোর অনুমতি দেয়া হয়েছে। তবে এজন্য হাট ইজারাদারদেরকে কয়েকটি শর্ত দেয়া হয়েছে। তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে হাট চালাতে হবে।
উল্লেখ্য, গত ২৪ জুন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: হারুন অর রশিদ করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপের সময়সীমা বর্ধিতকরণ বিষয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন যে,‘নওগাঁ জেলার সকল পশুহাট বন্ধ থাকবে। তবে খামার থেকে এবং অনলাইনে পশু ক্রয়বিক্রয় করা যাবে।’#