নওগাঁর মহাদেবপুরে কঠোর লকডাউনের নবম দিন শুক্রবার (৯ জুলাই) কিছুটা ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। এদিন জনসমাগম ছিল একটু বেশি। যানবাহন চলাচলও করেছে আগের চেয়ে বেশি। দোকানপাট কিছু কিছু খোলা ছিল।
প্রশাসনের নজরদারিও ছিল কড়া। থানা পুলিশ, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবি আর ম্যাজিস্ট্রেটের ব্যাপক তৎপরতা ছিল।
এদিন সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন উপজেলা সদরের বিভিন্ন দোকান, টিভি ফ্রিজের সো-রুম খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করার দায়ে আটজনের মোট আট হাজার পাঁচশ’ টাকা জরিমানার আদেশ দেন।#