
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুরে ২৭ লাখ টাকার নগদ সহায়তা বরাদ্দ<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০৭:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- ১৫১৯

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন জানান, ২০২০-‘২১ অর্থবছরের জিআর (জেনারেল রিলিফ) প্রকল্পের আওতায় এই অর্থ বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) উপজেলার সদর, এনায়েতপুর, উত্তরগ্রাম, খাজুর, চাঁন্দাশ, সফাপুর, হাতুড় ও চেরাগপুর ইউনিয়নে এই অর্থ বিতরণ করা হয়। শনিবার (১০ জুলাই) ভীমপুর ও রোববার (১১ জুলাই) রাইগাঁ ইউনিয়নে বিতরণ করা হবে।
এসময় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক, ইউপি মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বাররা এতে উপস্থিত ছিলেন।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহামন মিলন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। আশা করছি মানুষ লকডাউনের সময় নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন। মাস্ক ব্যবহার করবেন, বারে বারে হাত ধোবেন ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। তিনি আরও বলেন, যেখানে যেখানে খাবার প্রয়োজন উপজেলা প্রশাসন সেখানে পৌঁছে দেয়ার কাজ করছে।#
সর্বোচ্চ পঠিত