নওগাঁ ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে ছয়জনের ছয় হাজার টাকা জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৭ জুলাই ২০২১ :

বুধবার (৭ জুলাই) কঠোর লকডাউনের সপ্তম দিনে নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতে ছয়জনের মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন জানান, তিনি সকাল থেকে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে লকডাউন না মানার দায়ে ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ১৮৮ ধারায় পাঁচটি মামলায় মোট এক হাজার টাকা এবং ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়াই একজন ক্রেতার কাছে ২০০ পিস সিডাক্সিন ঘুমের ওষুধ বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় মহাদেবপুর বকের মোড় ব্রীজ রোডের মেসার্স উলফত মেডিক্যাল স্টোরের মালিক পল্লী ডাক্তার মো: রুহুল কুদ্দুস উজ্জলের পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে ছয়জনের ছয় হাজার টাকা জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৬:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৭ জুলাই ২০২১ :

বুধবার (৭ জুলাই) কঠোর লকডাউনের সপ্তম দিনে নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতে ছয়জনের মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন জানান, তিনি সকাল থেকে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে লকডাউন না মানার দায়ে ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ১৮৮ ধারায় পাঁচটি মামলায় মোট এক হাজার টাকা এবং ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়াই একজন ক্রেতার কাছে ২০০ পিস সিডাক্সিন ঘুমের ওষুধ বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় মহাদেবপুর বকের মোড় ব্রীজ রোডের মেসার্স উলফত মেডিক্যাল স্টোরের মালিক পল্লী ডাক্তার মো: রুহুল কুদ্দুস উজ্জলের পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন।#