নওগাঁ ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে পঞ্চম দিন ১৬ জনের জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ৫ জুলাই ২০২১ : সোমবার লকডাউনের পঞ্চম দিন নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনের কয়েকটি চায়ের দোকান সারাদিন খোলা ছিল-----------------ছবি : কাজী সামছুজ্জোহা মিলন

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৫ জুলাই ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে লকডাউনের পঞ্চম দিন সোমবারও (৫ জুলাই) উপজেলা সদরের দোকানপাট, ভাড়ি যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে এদিন কাঁচা বাজারে ও অন্যান্য খোলা জায়গায় লোকজনের চলাচল কিছুটা বেড়েছে। বেশ কয়েকটি গার্মেন্ট ও কাপড়ের দোকান, কীটনাশক ও খোলা স্থানে এলপি গ্যাস বিক্রির দোকান, পান বিড়ি সিগারেট, কসমেটিক্স, বেকারি, ভাতের হোটেল প্রভৃতি খোলা ছিল। উপজেলা সদরের উপকন্ঠে মেইন রোডের বাইরের মোড়গুলোর দোকান খোলা ছিল। উপজেলা সদর থেকে মানুষ সেসব জায়গায় গিয়ে চা পান করেছেন।

সকাল থেকে সেনাবাহিনীর দুটি টহল দল উপজেলার বিভিন্ন প্রান্তে টহল দেয়। তাদের একটি দলের সাথে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান মিলন আত্রাই নদীর পশ্চিম তীরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে করোনাবিধি ভঙ্গ করায় ছয়টি মামলায় মোট এক হাজার পাঁচশ’ টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া সেনাবাহিনীর অপর একটি দলের সাথে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা খাতুন আত্রাই নদীর পূর্বপারে উপজেলা সদরের হাটবাজার, মাছের মোড়, বকের মোড়, মডেল স্কুল মোড়, শিবগঞ্জ মোড়, আখেড়া মোড়, মোল্লাকুড়ি মোড় প্রভৃতি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ টি মামলায় চার হাজার পাঁচশ’ টাকা জরিমানা করেন।

মহাদেবপুর থানা পুলিশ সকাল থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে সারাদিন করোনাবিধি ভঙ্গকারিদের বাড়ি ফিরিয়ে দেন।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে পঞ্চম দিন ১৬ জনের জরিমানা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১২:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৫ জুলাই ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে লকডাউনের পঞ্চম দিন সোমবারও (৫ জুলাই) উপজেলা সদরের দোকানপাট, ভাড়ি যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে এদিন কাঁচা বাজারে ও অন্যান্য খোলা জায়গায় লোকজনের চলাচল কিছুটা বেড়েছে। বেশ কয়েকটি গার্মেন্ট ও কাপড়ের দোকান, কীটনাশক ও খোলা স্থানে এলপি গ্যাস বিক্রির দোকান, পান বিড়ি সিগারেট, কসমেটিক্স, বেকারি, ভাতের হোটেল প্রভৃতি খোলা ছিল। উপজেলা সদরের উপকন্ঠে মেইন রোডের বাইরের মোড়গুলোর দোকান খোলা ছিল। উপজেলা সদর থেকে মানুষ সেসব জায়গায় গিয়ে চা পান করেছেন।

সকাল থেকে সেনাবাহিনীর দুটি টহল দল উপজেলার বিভিন্ন প্রান্তে টহল দেয়। তাদের একটি দলের সাথে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান মিলন আত্রাই নদীর পশ্চিম তীরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে করোনাবিধি ভঙ্গ করায় ছয়টি মামলায় মোট এক হাজার পাঁচশ’ টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া সেনাবাহিনীর অপর একটি দলের সাথে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা খাতুন আত্রাই নদীর পূর্বপারে উপজেলা সদরের হাটবাজার, মাছের মোড়, বকের মোড়, মডেল স্কুল মোড়, শিবগঞ্জ মোড়, আখেড়া মোড়, মোল্লাকুড়ি মোড় প্রভৃতি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ টি মামলায় চার হাজার পাঁচশ’ টাকা জরিমানা করেন।

মহাদেবপুর থানা পুলিশ সকাল থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে সারাদিন করোনাবিধি ভঙ্গকারিদের বাড়ি ফিরিয়ে দেন।#