
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুরে পৌঁনে তিন কোটি টাকা ব্যয়ে স্কুলভবন নির্মাণ উদ্বোধন করলেন এমপি সেলিম<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০২:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- ১০৪৫

নওগাঁর মহাদেবপুরে দুই কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে স্বরসতিপুর উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন।
উদ্বোধন শেষে মুনাজাত পরিচালনা করা হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা সারাদেশে শিক্ষার মানোন্নয়নে দেশের প্রতিটি বিদ্যালয় ভবন পাকা করছেন। স্বরসতিপুরের মত প্রত্যন্ত এলাকায় চারতলা ভবন তার জ¦লন্ত প্রমাণ। তিনি বলেন, সারাদেশে গৃহহীনদের বাড়ি দিয়ে ইতোমধ্যেই তিনি জনতার মা হিসেবে আখ্যায়িত হয়েছেন। আগামীতেও এই এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন।#
সর্বোচ্চ পঠিত