
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুরে কালনা ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শন করলেন এমপি সেলিম<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ১১:৪৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- ১১১৭

এসময় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, নওগাঁ জেলা আওয়ামী লীগ নেতা অজিত মন্ডল, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম নুরানী আলাল, যুবলীগ নেতা সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুমুসা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, ব্রীজটি ২৬২ দশমিক ৩ মিটার দীর্ঘ হবে। আগামী ২০২৪ সালের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে।
উল্লেখ্য, দুবছর আগে ব্রীজটি টেন্ডার দেয়া হয়। কিন্তু ডিজাইন সংক্রান্ত জটিলতায় এর নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকে। অবশেষে নতুন করে ব্রীজটির নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকার জনমনে চাঞ্চল্য ফিরে এসেছে।#
সর্বোচ্চ পঠিত