
পরীক্ষামূলক সম্প্রচার :
জেলা প্রশাসকের নির্দেশনা উপেক্ষিত : মহাদেবপুরে করোনা সতর্কতা নেই (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০৮:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- ১৫৪৯

৭নং দফায় বলা হয়েছে,‘‘সিএনজি ও অটোসমূহ শুধুমাত্র দুইজন যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে।’’ কিন্তু এগুলো চলছে পাঁচজন করে যাত্রী নিয়ে। এছাড়া মানা হচ্ছেনা সামাজিক অনুষ্ঠানের নিষেধাজ্ঞা, মসজিদে ২০ জন মুসুল্লি নিয়ে নামাজের নির্দেশ। অনেক মসজিদে কোন মুসল্লিই মাস্ক ব্যবহার করেন না। এমনকি ইমাম, মোয়াজ্জিনও না। বেশীরভাগ মসজিদে দূরত্ব বজায় না রেখে গা ঘেঁষাঘেষি করে আগের মতই নামাজ আদায় করা হচ্ছে।
সর্বোচ্চ পঠিত