
পরীক্ষামূলক সম্প্রচার :
করোনা আপডেট : মহাদেবপুরে এখন আক্রান্ত আছেন ৭০ জন<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ১১:২৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- ১০১২

৩১ মে আক্রান্ত হন চার জন। এরা হলেন, মহাদেবপুর ব্যাংক এশিয়া সংলগ্ন মোস্তাফিজুর রহমানের স্ত্রী আজিমা খাতুন (২৭), ভীমপুর ইউনিয়নের স্বরসতিপুর বাজারের বাবলু মোল্লার স্ত্রী তাসলিমা (৪০), খোর্দনারায়নপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৪২) ও এনায়েতপুর ইউনিয়নের পূর্বগোসাইপুর গ্রামের মৌসুমী (২৩) ও ভীমপুর ইউনিয়নের খোর্দনারায়নপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৪২)।
সর্বোচ্চ পঠিত