মহাদেবপুর দর্পণ, মোছা: কাজী রওশন জাহান, নওগাঁ, ১৯ মে ২০২১ :
প্রথম আলোর অনুসন্ধানী সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন, মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে মান্দা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। বুধবার (১৯ মে) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্বাস আলীর (দৈনিক যুগান্তর) সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল মজিদ সম্রাট (বিজয় টিভি), সহ-সভাপতি বুলবুল আহমেদ (দৈনিক সকালের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আলী (এশিয়ান টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের আলো), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর ইসলাম তুহিন ( দৈনিক ভোরের কাগজ), দপ্তর সম্পাদক রওশন আলম (জাতীয় দৈনিক আমার সংবাদ) , অর্থ বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ (দৈনিক স্বদেশ প্রতিদিন)।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন রিফাত হোসেন সবুজ নওগাঁ জেলা প্রতিনিধি (দৈনিক প্রতিদিনের সংবাদ), রুবেল হোসেন (প্রথম সংবাদ), আন্তর্জাতিক মানবাধিকার ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের নওগাঁ জেলা সভাপতি আব্দুল মালেক দেওয়ান, সাংবাদিক আমজাদ হোসেন, আক্তারুজ্জামান নাইম, সজিবুর রহমান, শরীফ আহম্মেদ ও মিজানুর রহমান মিজান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ অতিরিক্ত সচিব জেবুন্নেছাসহ অন্যান্য সহযোগীদের অবিলম্বে প্রত্যাহার এবং শাস্তির দাবি জানান। সেইসাথে নির্যাতিত ও মিথ্যা মামলার শিকার সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবি করেন। #