মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৯ মে ২০২১ :
প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা, মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে নওগাঁর মহাদেবপুরে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে।
বুধবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড বটতলায় মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় ক্লাবের সভাপতি বরুণ মজুমদার সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সহ-সভাপতি কাজী সামছুজ্জোহা মিলন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি কিউ, এম, সাঈদ টিটো, সময় টিভির নওগাঁ জেলা প্রতিনিধি এম,আর রকি, সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা: কাজী রওশন জাহান, সাংগঠনিক সম্পাদক অসিত দাস, প্রচার সম্পাদক এবি সিদ্দিকী, সদস্য আব্দুর রহমান, ঢাকার টিভি সংবাদ পাঠিকা সাবিনা ইয়াসমিনের পিতা এটিএন বাংলার নির্বাচিত সাদা মনের মানুষ সামসুদ্দিন মন্ডল, মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক পাখি গবেষক মুনসুর সরকার প্রমুখ।
বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
পরে সেখানে মানববন্ধনের আয়োজন করা হয়।#