মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৭ এপ্রিল ২০২১ :
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ মাঠের পরে মাঠ পেরিয়ে ধানকাটা শ্রমিকদের মধ্যে মাস্ক ও ইফতারি বিতরণ করেছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সারাদিন উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে মাঠে ঘুরে ঘুরে যেখানেই ধানকাটা শ্রমিক দেখেছেন সেখানেই গেছে থানা পুলিশ। এরআগে দেশের বিভিন্ন জেলা থেকে ধানকাটা শ্রমিকেরা মহাদেবপুর আসলে তাদেরকে স্বাগত জানান। তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করেন। তাদের থাকা ও খাবার ব্যবস্থা করেন। তাদেরকে করোনাভাইরাস থেকে বাঁচতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সন্ধ্যায় তাদের মধ্যে ইফতারি বিতরণ করেন।
থানা পুলিশের এই মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ। তিনি জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ধানকাটা শ্রমিকদের অন্য জেলা থেকে নওগাঁয় আনার জন্য জেলা পর্যায়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া বিপিএমের নির্দেশে মহাদেবপুরে আসা প্রতিটি শ্রমিকের খোঁজ খবর রাখা হচ্ছে। তাদের সাথে আলাপ করে তাদের যাবতীয় সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। ধানকাটা শ্রমিকদের যে কোন প্রয়োজনে মহাদেবপুর থানা পুলিশ সবসময় প্রস্তুত রয়েছেন বলেও তিনি জানান।
থানা পুলিশের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা।#