নওগাঁ ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সাপাহারে সাংবাদিক প্রদীপ সাহার অর্ধশত আম গাছ কর্তন<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, নয়ন বাবু, সাপাহার (নওগাঁ), ২৭ এপ্রিল ২০২১ :

নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে সাংবাদিক প্রদীপ সাহা’র অর্ধশত আমের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার (২৩ এপ্রিল) রাতের কোন এক সময় উপজেলার কড়লডাঙ্গা মৌজার লালমাটিয়া গ্রামে মাঠের একটি জমিতে গাছ গুলো কেটে ফেলা হয়।

ক্ষতিগ্রস্ত বাগান মালিক প্রদীপ সাহা বলেন, ‘নিজের এক বিঘা জমিতে বাণিজ্যিক ভিত্তিতে ১২৫টি বারী ফোর ও আম্রপালী জাতের চারা গাছ রোপণ করি। গাছের বয়স প্রায় এক বছর। গত ২১ এপ্রিল বিকেলে বাগান দেখতে গিয়ে দেখি দুটি ছাগল বাগানে গাছ খাচ্ছে। এসময় কোন রকমে একটি ছাগল ধরে প্রচলিত আইন অনুযায়ী ছাগলটিকে খোয়ারে দিই। পরে জানতে পারি ছাগলটি লালমাটিয়া গ্রামের মোস্তফা মন্ডলের। এরপর শনিবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় বাগানে এসে দেখি আমার ৫০টি আম্রপালী গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

আপলোডকারীর তথ্য

সাপাহারে সাংবাদিক প্রদীপ সাহার অর্ধশত আম গাছ কর্তন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১১:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১

মহাদেবপুর দর্পণ, নয়ন বাবু, সাপাহার (নওগাঁ), ২৭ এপ্রিল ২০২১ :

নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে সাংবাদিক প্রদীপ সাহা’র অর্ধশত আমের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার (২৩ এপ্রিল) রাতের কোন এক সময় উপজেলার কড়লডাঙ্গা মৌজার লালমাটিয়া গ্রামে মাঠের একটি জমিতে গাছ গুলো কেটে ফেলা হয়।

ক্ষতিগ্রস্ত বাগান মালিক প্রদীপ সাহা বলেন, ‘নিজের এক বিঘা জমিতে বাণিজ্যিক ভিত্তিতে ১২৫টি বারী ফোর ও আম্রপালী জাতের চারা গাছ রোপণ করি। গাছের বয়স প্রায় এক বছর। গত ২১ এপ্রিল বিকেলে বাগান দেখতে গিয়ে দেখি দুটি ছাগল বাগানে গাছ খাচ্ছে। এসময় কোন রকমে একটি ছাগল ধরে প্রচলিত আইন অনুযায়ী ছাগলটিকে খোয়ারে দিই। পরে জানতে পারি ছাগলটি লালমাটিয়া গ্রামের মোস্তফা মন্ডলের। এরপর শনিবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় বাগানে এসে দেখি আমার ৫০টি আম্রপালী গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#