মহাদেবপুর দর্পণ, নয়ন বাবু, সাপাহার (নওগাঁ), ২৭ এপ্রিল ২০২১ :
নওগাঁর সাপাহারে পবিত্র মাহে রমজান ও করোনাভাইরাস এর কারণে লকডাউন চলাকালীন সময়ে মসজিদের ইমাম-মুয়াজ্জিন, রিকশা, ভ্যান, অটো চার্জার ও সিএনজি চালকসহ সাড়ে ৪ শতাধিক পথচারীর মাঝে ইফতারের প্যাকেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।
উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মার্কেটে অবস্থিত এম ফুড কর্ণার (চাইনিজ-রেস্টুরেন্ট) এ সোমবার (২৬ এপ্রিল) বিকেল ৫ টা থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন (নয়ন), সৃষ্টি একাডেমি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর প্রধান শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ জয়িতা নারী উদ্যোক্তা ইস্ফাত জেরিন মিনা, শিক্ষক ও সাংবাদিক জুয়েল হোসেন প্রমুখ।
এম ফুড কর্ণারের পরিচালক ইস্ফাত জেরিন মিনা জানান, খুব দ্রুত সময়ে পর্যায়ক্রমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ইফতারের আয়োজন করা হবে।#