নওগাঁ ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে করোনা প্রতিরোধে কাজ করছেন ৯শ’ স্বেচ্ছাসেবী<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ২৪ এপ্রিল ২০২১ : শনিবার (২৪ এপ্রিল) দুপুরে নওগাঁর মহাদেবপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আসমা খাতুন-------------------সাইদ টিটো

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৪ এপ্রিল ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে করোনাভাইরাস প্রতিরোধে প্রতিদিন কাজ করছেন কমপক্ষে ৯শ’ স্বেচ্ছাসেবী। কাজ চলছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে। প্রতিদিন তাদের কাজে তদারকি করছেন উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার। এই উপজেলার করোনাকালীন কর্মকান্ড দেশের অন্যান্য উপজেলার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সুধীমহল মনে করেন।

করোনাকালীন সরকারী নির্দেশনা বাস্তবায়নে প্রতিদিন উপজেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত পল্লী পর্যন্ত প্রচারণা, সচেতনতামূলক ক্যাম্পেইন, মাইকিং, মাস্ক বিতরণ প্রভৃতি কার্যক্রম চলছে। কঠোর বিধিনিষেধ (লকডাউন) ভঙ্গকারীদের বিরুদ্ধে চলছে জরিমানা, মামলা ও মোবাইল কোর্টের অভিযান। এসব কাজে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা ছাড়াও সম্পৃক্ত করা হয়েছে চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এদের কেউ কেউ নিজেরাই করোনায় আক্রান্ত পর্যন্ত হচ্ছেন। ইতিমধ্যে উপজেলা সমাজসেবা অফিসের চারজন করোনায় আক্রান্ত হয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান মিলন জানান, প্রতিদিনের কার্যক্রমে অংশগ্রহণের জন্য উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ১০ সদস্য বিশিষ্ট করোনা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে রয়েছেন ওই ওয়ার্ডের মেম্বার, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তি। প্রতিদিন এই ৯শ’ স্বেচ্ছাসেবী নিজ নিজ ওয়ার্ডের গ্রামে গ্রামে, পাড়ায় মহল্লায়, মসজিদ, হাট বাজার এমনকি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মধ্যে সেবা দিচ্ছেন। তাদের কার্যক্রম তদারকি করছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।

এছাড়াও তদারকির জন্য রয়েছেন উপজেলা পর্যায়ের ১০ জন ট্যাগ অফিসার। তারা ৯শ’ স্বেচ্ছাসেবীর প্রতিদিনের কার্যক্রম মনিটরিং করছেন। এসব আবার সুপারভাইজ করছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়। তিনি নিয়মিত রিপোর্ট করছেন ইউএনও’র কাছে। ফলে পুরো কার্যক্রম চলছে শৃঙ্খলার সাথে।

ইউএনও জানান, প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সপ্তাহের একদিন তিনি নিজে এবং একদিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আসমা খাতুন উপজেলা সদর, রাইগাঁ ইউনিয়নের মাতাজীহাট, ভীমপুর ইউনিয়নের চকগৌরীহাট, চৌমাসিয়া নওহাটার মোড়সহ বিভিন্ন প্রত্যন্ত পল্লীতে গিয়ে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। থানা পুলিশ, সশস্ত্র আনসার সদস্য একাজে তাদের সাথে থেকে সার্বিক সহযোগিতা করছেন। প্রতিদিনের করোনা প্রতিরোধ সংক্রান্ত ক্যাম্পেইন, প্রচারণা ইত্যাদিতে অংশ নিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক প্রমুখ।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে পুলিশের সহযোগিতায় মহাদেবপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আসমা খাতুন। এসময় মাস্ক বিতরণ, স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। দন্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় সাতটি মামলায় মোট এক হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়।

এদিন মহাদেবপুর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন বাজার, পাকা রাস্তা ও বকের মোড় এলাকায় করোনা প্রতিরোধ কমিটি সচেতনমূলক প্রচার অভিযান চালায় ও সদর ইউপি চেয়ারম্যান জনাব মুহা: মাহবুবুর রহমান ধলু প্রদত্ত এক হাজার মাস্ক বিতরণ করে। ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম এতে নেতৃত্ব দেন।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে করোনা প্রতিরোধে কাজ করছেন ৯শ’ স্বেচ্ছাসেবী<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১০:১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৪ এপ্রিল ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে করোনাভাইরাস প্রতিরোধে প্রতিদিন কাজ করছেন কমপক্ষে ৯শ’ স্বেচ্ছাসেবী। কাজ চলছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে। প্রতিদিন তাদের কাজে তদারকি করছেন উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার। এই উপজেলার করোনাকালীন কর্মকান্ড দেশের অন্যান্য উপজেলার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সুধীমহল মনে করেন।

করোনাকালীন সরকারী নির্দেশনা বাস্তবায়নে প্রতিদিন উপজেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত পল্লী পর্যন্ত প্রচারণা, সচেতনতামূলক ক্যাম্পেইন, মাইকিং, মাস্ক বিতরণ প্রভৃতি কার্যক্রম চলছে। কঠোর বিধিনিষেধ (লকডাউন) ভঙ্গকারীদের বিরুদ্ধে চলছে জরিমানা, মামলা ও মোবাইল কোর্টের অভিযান। এসব কাজে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা ছাড়াও সম্পৃক্ত করা হয়েছে চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এদের কেউ কেউ নিজেরাই করোনায় আক্রান্ত পর্যন্ত হচ্ছেন। ইতিমধ্যে উপজেলা সমাজসেবা অফিসের চারজন করোনায় আক্রান্ত হয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান মিলন জানান, প্রতিদিনের কার্যক্রমে অংশগ্রহণের জন্য উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ১০ সদস্য বিশিষ্ট করোনা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে রয়েছেন ওই ওয়ার্ডের মেম্বার, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তি। প্রতিদিন এই ৯শ’ স্বেচ্ছাসেবী নিজ নিজ ওয়ার্ডের গ্রামে গ্রামে, পাড়ায় মহল্লায়, মসজিদ, হাট বাজার এমনকি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মধ্যে সেবা দিচ্ছেন। তাদের কার্যক্রম তদারকি করছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।

এছাড়াও তদারকির জন্য রয়েছেন উপজেলা পর্যায়ের ১০ জন ট্যাগ অফিসার। তারা ৯শ’ স্বেচ্ছাসেবীর প্রতিদিনের কার্যক্রম মনিটরিং করছেন। এসব আবার সুপারভাইজ করছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়। তিনি নিয়মিত রিপোর্ট করছেন ইউএনও’র কাছে। ফলে পুরো কার্যক্রম চলছে শৃঙ্খলার সাথে।

ইউএনও জানান, প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সপ্তাহের একদিন তিনি নিজে এবং একদিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আসমা খাতুন উপজেলা সদর, রাইগাঁ ইউনিয়নের মাতাজীহাট, ভীমপুর ইউনিয়নের চকগৌরীহাট, চৌমাসিয়া নওহাটার মোড়সহ বিভিন্ন প্রত্যন্ত পল্লীতে গিয়ে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। থানা পুলিশ, সশস্ত্র আনসার সদস্য একাজে তাদের সাথে থেকে সার্বিক সহযোগিতা করছেন। প্রতিদিনের করোনা প্রতিরোধ সংক্রান্ত ক্যাম্পেইন, প্রচারণা ইত্যাদিতে অংশ নিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক প্রমুখ।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে পুলিশের সহযোগিতায় মহাদেবপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আসমা খাতুন। এসময় মাস্ক বিতরণ, স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। দন্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় সাতটি মামলায় মোট এক হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়।

এদিন মহাদেবপুর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন বাজার, পাকা রাস্তা ও বকের মোড় এলাকায় করোনা প্রতিরোধ কমিটি সচেতনমূলক প্রচার অভিযান চালায় ও সদর ইউপি চেয়ারম্যান জনাব মুহা: মাহবুবুর রহমান ধলু প্রদত্ত এক হাজার মাস্ক বিতরণ করে। ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম এতে নেতৃত্ব দেন।#