মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ২২ এপ্রিল ২০২১ :
নওগাঁর পোরশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
ইউএনও জানান, কয়েকদিন থেকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছিলেন। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এক পর্যায়ে তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য ১৩ এপ্রিল নমুনা প্রদান করেন। ২১ এপ্রিল তার করোনাভাইরাস ফলাফল পজেটিভ আসে। এরপর থেকে তিনি তার সরকারী বাসভবনে আইসোলেশনে আছেন।
ইউএনও এই করোনাকালীন অকুতোভয় সম্মুখ যোদ্ধার দ্রুত রোগমুক্তি কামনা করেন।
করোনায় আক্রান্ত হয়েছেন নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, তিনি নিজ বাসাতে আছেন এবং সুস্থ্য আছেন। তার স্ত্রী এবং সন্তান ভাল আছেন এবং তাদের করোনা ফলাফল নিগেটিভ এসেছে। তার সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।#